Wednesday 20 December 2017

শূদ্রক উপাধ্যায়

কবিতা

শূদ্রক উপাধ্যায়




আগুনের পাশে শুয়ে


এই অর্থহীন সংলাপ শেষে ধ্বংসের দ্বায়ভার একান্ত আমার।
ব্যাক্তিগত পথ পার করে এসে শুয়ে পড়ি রোজকার উঠোনে
হঠাৎ অমাবস্যা নেমে এলে শাদা শাদা পালক উড়ে যেতে দেখি
আর ভায়োলিন...
তখন আর কিছুই থাকেনা বলার, মায়ের মন খারাপ, বাবার শীর্ণ দেহ;
প্রতিবেশীর বড় বড় চোখ, শিরীষের মত নীরব হয়ে যায়। শিকড়ে জড়িয়ে
মাটি হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিই আমি...

তারপর
আগুনের পাশে শুয়ে নিজের ছাই দেখতে দেখতে মনে হয়
কয়েক’শ মাইল দূরে ফেলে এসেছি জামা ও অনান্য সুখ...


No comments:

Post a Comment