Wednesday, 20 December 2017

স্বপ্না বন্দ্যোপাধ্যায়

দুটি কবিতা

স্বপ্না বন্দ্যোপাধ্যায়


ইনসমনিয়া

কাচ ঢেকে আছে, কাচ ঢুকে আছে
আমার ভেতর
রাত তাই ছত্রিতে ঝোলে
চাঁদসোনা ঘোরের জানলাটির শিক ভাঙে
তারপর গুঁড়ি মেরে হামাগুড়ি দেয় সারা ঘর
শরীরঅভ্রে তার গুঁড়ো রূপো ছড়াছড়ি খায়
ছায়াপথ বেয়ে নামে জাস্টিন বিবার
তার রোশন ও জোশিলা হরকতে
কাচ ডুবতে চাওয়া স্ফটিক দেখায়
নাইজিরি অরণ্যের ঢিবি থেকে উঁইপোকা
আমার বালিশের সাদায় শুয়ে উইকিপিডিয়া খুলে
মনখারাপের পেজমার্ক তুলে
নতুন পালক রেখে দেয়

ছিটকিনি

সরে আছি দেওয়ালের এপাশে
কেবল একটা দরজার দূরত্বে
ওপাশে তুই ভাঙছিস।
ভালোবাসা চিত্রানি ডালপালা
দরজা থেকে ঝাঁপিয়ে উঠছে বর্ষণমাস
তোর আঙুলে ডুবে যাওয়ার আগে
খোলস ছাড়ছি আমি
দরজা কাঁপছে ধাক্কায় ধাক্কায়
শিহরে উঠছে
দুরন্ত ঝড়ের মাঝখানে বেফিকর
ছিটকিনি যতিচিহ্নের মতো আটকে আছে
আমাদের সংশয় নিয়ে



No comments:

Post a Comment