Wednesday, 20 December 2017

বিশ্বজিৎ অধিকারী


দুটি কবিতা



বিশ্বজি অধিকারী

বৈশাখ মাস

নিত্যযাত্রার খবরকাগজ পরচর্চা আর খিস্তিখেউড় ঘেঁটে ঘেঁটে
দিনগুলি পেরিয়ে যাচ্ছে আমাদের।
গরমে হাঁসফাঁস করছি, শীতে খড়ি ফুটে উঠছে গায়ে
শ্রাবণেও শান্তি নেই, বিরক্তিতে রাগে ভ্রু কুঁচকেই আছে সারাদিন
শস্যশ্যামল শরৎকাল, তবু আত্মহননের চিন্তা
ভারবাহী গাধার মত ন্যুব্জ হয়ে আছি
মাথা তুলবার ফুরসৎ নেই, উৎসাহ নেই;
একে অন্যকে ছাড়িয়ে বড় হয়ে উঠবার তাড়নায়
চাকায় পিষ্ট হওয়া এই জীবন অর্জন করেছি আমরা।
যাত্রার মাঝে একটু জিরিয়ে নেওয়ার ছায়া কোথায়
প্রাণ জুড়িয়ে নেওয়ার মত এক আঁজলা জল, হাওয়া?
টেরই পাইনা, দূরে কাছে কোথাও
একটা আটপৌরে নদী কিংবা একটা শ্রদ্ধাস্পদ বট
অপেক্ষা করে আমাদের জন্য।
জ্যৈষ্ঠে প্রবেশ করে মনে পড়ে যায়
এই ছিরিছাঁদহীন গাঁগেরস্থের ভেতর এতদিন অবস্থান করছিলেন
মহা মহা বৈশাখ মাস।




আলো

আবছা বিকেলবেলা, মেঘের ফোকর দিয়ে
খানিকটা রোদ্দুর এসে পড়েছে
শ্যামলা গ্রামটির গায়ে
তেঁতুলগাছে অর্জুনগাছে ধানক্ষেতে অলৌকিক
    সোনালী আভা
যেন সেই দুঃখী মেয়েটি
টিউশন পড়িয়ে ফিরবার পথে
দূর থেকে ভেসে আসা প্রিয় একটা গানের ছোঁয়ায়
নিজেকে ভুলে হারিয়ে গিয়েছে দুমিনিট





No comments:

Post a Comment