Wednesday 20 December 2017

অ র্ণ ব সা হা


কবিতা


অ র্ণ ব  সা হা

মাদমোয়াজেল

তোমার যাপনছবি সিকিওরিটি খোঁজে
চৌকো ফ্রেমের মধ্যে পা-তোলা, পা-ফেলা

তোমার ক্রাফটের মধ্যে বাস্তবতা নেই
ছড়িয়ে রয়েছে ফাঁকা কার্তুজের খোল

আমি তাকে জ্যান্ত টোটা ভেবে ভুল করি
১৮৫৭-কে এনে কল্পনায়

জড়িয়ে ধরতে চাই, আরেকবার, তাকে
ব্যারাকপুর মনে করি ছাপার অক্ষরে

কিন্তু, তুমি মঙ্গল পান্ডের কেউ নও
ভাবি, এই রঙ্গমঞ্চ থেকে ছুটি নিয়ে

ইতিহাসে লুকিয়ে পড়ব, ব্যর্থ চাওয়া-পাওয়া
নিঃস্ব আত্মার পরমায়ু চূর্ণ হবে !










নৈঃশব্দ্য, তোমাকে চিনি আমি
সন্ত্রাসবাদীর ছোটো বোন
আমাকেও ভালোবেসেছিল
আমি তার জিভে ঠোঁট রেখে

অনৈতিক হয়েছি বারবার

আমার দু’চোখে অন্ধকার!

জিয়নকাঠির মতো আমি
তোমার শরীরকে জাগিয়েছি
নখের আঁচড়ে খোলা পিঠ
একদিন বিক্ষত হয়েছিল

আমি ওই রক্তের সন্তান

আমি ওই বেদনার সন্তান...


No comments:

Post a Comment