Wednesday 20 December 2017

বি কা শ না য় ক


দুটি কবিতা

বি কা শ  না য় ক

                                                  

মেয়ে

জানালার শিক ধরে একা
ভেজা চুলে যে আছে দাঁড়িয়ে
কখনও দেখিনি তার মুখ
সে আমার কেউ নয়
হয়তো-বা হতেও পারে সে আমার বোন
শুধু তার বোঝা যায় না মন
এখন বিষণ্ণ ? নাকি অন্য কারও পথ চেয়ে আছে ?

দূর থেকে দেখে মনে হয়
কিছুটা সে এখন একাকী
কাছে গিয়ে মনে হয় ডাকি...
বোন বলে, না-না, ওকে মা বলেই ডাকি

ভেজা চুল জানালার পাশে
মনে হয় বলি কাছে গিয়ে :
'কে রে তুই, এভাবে থাকিস দূরে চেয়ে ? '

ও আমার কেউ নয়
কত জন্ম পার করে এখনও চলেছে খুঁজে
আমাকেই... আমারই তো মেয়ে...







                                                               পরিহাসে

তোমার তো ভয় নেই কিছু হারাবার

স্বামী ও সন্তান-পরিবৃত
                 নিরাপদ দূরত্বে রয়েছ
দূর থেকে ভাল লাগছে  ভালবাসতে
                       তোমারও এখন
ভালোবাসছ এ-সৌখীন মন

প্রেমের নতুন সুখ কী ভালো যে লেগেছে তোমার

আমিও বন্ধন-পরিবৃত
                  খাদের কিনারে বসে আছি
সুর ডেকে ভেসে যাচ্ছি
আলো ভেবে ছুটে যাচ্ছি আলেয়ার খুব কাছাকাছি

নিয়তি উঠেছে হেসে : 'কে কখন কার ?'

মনে হয়, খুব মনে হয়
পরিহাসে ঢেলে যাচ্ছি নিজেকে আবার...





                                                                       

No comments:

Post a Comment