Wednesday 20 December 2017

বি ব স্বা ন দ ত্ত



ছেঁড়া পাতা ২

অতঃপর অস্তগামী মেঘের কাছে বলি  আমার কোনো পাপ নেই পুণ্য নেই কোনো আমি শুধু ভেসে আসা কাঠ
চিতার
যে পুড়েছে সে একা নয় সঙ্গে আমিও ছিলাম যেমন রাতের সঙ্গে নিশাচর মরে রোজ অন্ধকূপে ঢুকে যায় প্রাচীন বেড়াল একাকী পান্তা ভাত আগলে বসে আছে কোনো কৃষকমাতা
কৃষি জমি কমছে বলে মাথার ওপর জল বাড়ছে সেন্সটেন্স থাকে না এইসময় ইয়ে অচেতন
গান মূলত স্নিগ্ধ কিন্তু একার না হলে মনে হয় ভাঁটিশালায় নাচ্ছে আর অনেকের মধ্যে আমিও দেখছি লোল ঝরছে জিভে
আর এতটা রাস্তা এসে আমি দেখছি রাত দশটায় সূয্যি ডুবে যাচ্ছে আলোকলতার মতো মেঘে
আলোকলতা, আমি কোথায় যাবো জানি না স্মৃতি ভ্রষ্ট হয়েছি যখন ঠিক তার আগেও কোথাও যাবো বলে বেরিয়ে আমি  কেমন এক ছন্নছাড়া ছবি
ঠিক যখন শিল্পী ছিঁড়ে ফেলবেন তার আগেই তুমি দেখে নিলে আমায়

এবার যবনিকা আসুক

No comments:

Post a Comment