Wednesday 20 December 2017

অবিন রায়চৌধুরি


কবিতা



বিস্ময়

ঠিক ছ'টায় ঘুম থেকে উঠে স্ত্রীকে একটা লম্বা চুমু খেয়ে 
বেরিয়ে গেলে বাজার।কিনে আনলে এক কেজি পাবদা,সাথে আড়াইশো পুঁটি।
দুপুরে চইচই হাঁসেদের মতো মেলে দিলে নিজেদের ডাইনিং টেবিলে
বিকেলে রোমান্টিক উড়ান,সন্ধেতে একসাথে ঘন্টাখানেক সঙ্গে সুমন;
রাত্রে জড়াজড়ি করে শরীর উদযাপন, সব শেষে দুরন্ত ঘুম।
কোনো সেমিকোলন নেই,বিস্ময়সূচক চিহ্ন নেই,দাঁড়ি নেই,
কমা নেই,নেই কোনো অপেক্ষা।মসৃণ ফুরফুরে এক যৌথ যাপন,এ যাপনে উল্কাপাত হয় না,
পাশ ফিরে কান্না পায় না;জয় গোস্বামী নেমে আসে
না ভোররাতে....শুধুই এসএমএস,
হৈ হল্লা,পার্টি আর হঠাৎ হঠাৎ চুমু ....
আপাত শান্তির জীবনে এক সরু দড়ির ওপর রাত্রিদিন ভ্রমণ।



No comments:

Post a Comment