Wednesday 20 December 2017

পলাশ দে

কবিতা



সেলাই
ফিরে আসার কিছু রিপু থাকে
কিছু আচমকা

বিশ্বাস করতে ইচ্ছে করে আমি ঈশ্বরতাড়িত
তোমাকে বউ ডাকতে গিয়ে মা ছুঁয়ে ফেলেছি

আর তুমি রান্নাঘর থেকে এদিকে তাকাও
আর ছাদ খুলতে খুলতে চুরি হয়ে যাওয়া নদী

একটা আস্তে কোনো বিস্ময়ের পর
মাদুরের দিকে নুয়ে পড়ে পেটের সেলাই

আমি কি ঢুকে যাব পুঁথিঘ্রাণ!
ভেজা চাঁদে?

ফিরে আসবে তুমি নাকি ফিরে ফিরে যাবে

No comments:

Post a Comment