Wednesday 20 December 2017

রাজকুমার রায়চৌধুরি

কবিতা

রাজকুমার রায়চৌধুরি



জগজ্জননী মা সারদা

আপনার সঙ্গে দেখা হয় সকালের ফুটে ওঠা নরম আলোর মধ্যে।নিঃশব্দে অনুসরণ করি--- আপনার চরণের ভাষা নির্জন ব্যক্তিত্ব।নত হয়ে আসে মাথা,নামিয়ে রাখি দু'হাতে অজস্র প্রণাম।অতলস্পর্শী ফুলের ভিতর দিয়ে একটি বিশ্বাস পৌঁছে যায়।বিস্ময়ে আকাশ এগিয়ে আসে।প্রতিক্রিয়াহীন রোদ চতুর্দিকে জ্বলে ওঠে।শ্রীমায়ের চিরন্তন স্নেহ স্পর্শ করে অনবরত  আমাদের মাথা।অন্তর্গত কথাটি বলে যায় ওই হাসিমুখ।তুচ্ছ জীবনের ভিতর অনন্ত স্রোত বয়...ফুল ফোটা শব্দ শোনা যায় পরিব্যাপ্ত আকাশের ভিতর।প্রত্যাশিত আপনার ছায়া পড়ে নির্জন প্রতীক্ষার মধ্যে

ডানার বাতাস ওড়ে শ্রীমায়ের আকাশ,সহজ পথ খুঁজে পায় গন্তব্যের স্তব্ধতামিশ্রিত পথ। 


No comments:

Post a Comment