Wednesday 20 December 2017

ক স্তু রী সে ন

কবিতাগুচ্ছ







প্রেমগুচ্ছ : ধ্রুব কাপলেট

/
তিলককামোদ বড় প্রিয় রাগ,
অখিলবন্ধু শুনে মাঝে মাঝে কী যেন চমক
এসব সতেরো সালে, শীতকালে, প্রি হিস্টোরিক

একই রাগ কিন্তু নজরুলও করে গিয়েছেন!’

যেমন তরুণদিনে এই একই আমাদের মত,
তোমরাও মেতেছিলে কষ্টের ছোট পত্রিকায়
সৃজনের সেই ছন্দে কলেজ স্কোয়ারে খুব বিকেল ঘনাল...
চমকেছি, দৃঢ় চমকেছি

#/
প্রেমিক দুরূহ হওয়া ভালো,
শ্বাসবন্ধ ভোররাতে বসন্তের কবিতার মুখে সে আগুন দেবে
প্রথম বইয়ের বুকে দু আঁচড়ে লিখে দেবেফেরত নিলাম'

কী লাভ দেবতা হয়ে থেকে!
ঘুমের ওষুধ হব তার,
অনুগত শ্বেত অ্যালজোলাম

#/
ভালোবাসা, আরও একবার সব ব্যবহৃত শব্দের পাশ দিয়ে হেঁটে এসো,
পথ করে নাও
ভালোবাসা, বিশ্বাস গচ্ছিত রাখো সব জেহাদের কাছে
পৃথিবীর বিপুল ঘৃণার পাশে
একটি শিশুকে রাখো, বসরা' গোলাপ
গাঢ় অভিমানে যারা, তাদের মাথার কাছে
পাঠাও জননীমুখ
উপোসেও বুকে নাও রমণীকে,
ভালোবাসা, তোপধ্বনি হোক!

আরও একবার শুধু এসো, ভালোবাসা,
দুচোখে দুচোখ রাখো,
প্রলয়ে প্রলয়

1 comment: