Wednesday 20 December 2017

সন্দীপন চক্রবর্তী


কবিতা

সন্দীপন চক্রবর্তী 




গাছে গাছে কবিতা টাঙাবো 


ভেতর থেকে পূর্ণ হয়ে ওঠো 
নিঃস্ব হাতে যেও না কারো কাছে 

গাছের পাতা আলো খেয়েই বাঁচে 
সেভাবে বাঁচো, ছড়িয়ে যাও -- 
বিনা প্রশ্নে মেনে নিও না কিছু 

শব্দে কাঁপে আতরদান, নিচু -- 
তার গন্ধে, নিবিড়তম আঁচে 
ভিজতে থাকে লেখা 

লিখে এবার শুকোতে দাও
কবিতা লিখে টাঙিয়ে দাও গাছে


No comments:

Post a Comment