Friday 22 December 2017

দীপান্বিতা সরকার



শিকার নিজেকে লেখে 
  
শিকার নিজেকে লেখে যেন তার কথা
পাখিদের রাস্তা খুঁজে হন্যে হয়ে ছুটেছে অযথা
তাদের শিসের রঙে ভোর ভোর জোছনা নতজানু
তোলপাড় বনমধ্যে স্বপ্ন শুধু স্থানু
জরায়ু বিষাদব্রহ্ম জমে আছে শিয়রে পাঁজরে
শরীর হাওয়ার ফাঁসে মৃত্যু থেকে মৃত্যুকল্পে ওড়ে
দু’ডানা ছড়িয়ে থাকা সংশয়ের ভুল

মাথার ভেতর ক্রমে ইতিউতি মর্মনেশাফুল

No comments:

Post a Comment