Wednesday 20 December 2017

দ্রুপদ রায়



কথার কথা

দূরের মানুষ আসে ফিরে আসে পাখীদের সাথে
শহরে ঘনায় ভোর কুয়াশায় অস্পষ্টতা
আমাদের স্বপ্নরা শীতকালে পিকনিকে মাতে
শালপাতা জমা হয় আরো বেশী জমে যায় কথা
সেকথা শুনবে বলে তুমিও ফিরছ ভালোবেসে
মরসুমি ঠান্ডার মহিমার কথা জানে পাখা
সিলিঙে ঝুলছে একা যাবতীয় ঘূর্ণন শেষে
তোমাকে শুনবে বলে তার এই চুপ করে থাকা

এই শীতে সব নদী কথায় কথায় ভরে যাক
সব পাখী বলে যাক ডানাভাঙা নির্দয় ঢিল
পিকনিক শেষ হলে সাগর মুখর হয়ে থাক
না বলা কথায় তুমি ভরে দাও নির্জন নীল।

No comments:

Post a Comment