Wednesday 20 December 2017

রাজু দেবনাথ




কবিতাগুচ্ছ

    

     

আড়াল-১     
                 
স্তব্ধতা জারি হয়েছ যে জীবনে-
তার তলে নিঃসঙ্গতার ছায়া - ক্রমশ প্রলম্বিত হতে থাকে ,
আমি সেই  ছায়াতলে শুয়ে শুয়ে
সিগারেট জ্বালাই -
তারা গুনি রাতের আকাশে

আড়াল-২

শব্দ ও নৈশঃব্দের মাঝে
যেটুকু আড়াল আছে নীরবতায়
সেটুকুই আমি –
বিষাদের গ্লাসে ঢেলে ,
আমার একাকীত্বের সঙ্গে মিশিয়ে –
এই সারা জীবন ধরে পান করে চলেছি
ল্প অল্প করে !





নীরবতা-১

নিঃশব্দের কাছে সব উচ্চারণ
জমা রেখে আসি রোজ ;
ওরা নীরবতায় মুখর হয়ে ওঠে !


নীরবতা -২

নীরবতা নিবিড় হয়ে গেলে
সব নির্জনতাগুলো
পাহাড় শিখর হয়ে যায়


No comments:

Post a Comment