Wednesday 20 December 2017

কৌশিক বাজারী


কবিতা


কৌশিক বাজারী 




পত্র 
----- 


ধরা যাক একটা ধু ধু মরুভুমির উপর এসে হাঁফিয়ে পড়েছ তুমি তপ্ত বালির থেকে ধোঁয়ার মত ঢেউ উঠছে আর দূরে, অল্প দুরেই দেখা গেল চিক চিক করছে জল! আহ! শান্তি, আরাম! কিন্তু এগোনো যাবে না যতই এগিয়ে যাওয়া হয়, জল তত দূরে সরে যায়, এই আপ্তবাক্য মেনে নিয়ে তুমি চোখ বুজে দাঁড়িয়ে রইলে থাকতে থাকতে হঠাত দেখা গেল তপ্ত বালি সরে যাচ্ছে পায়ের তলা থেকে! অসহ্য দুশ্চিন্তায় চোখ খুলতেই দেখতে পেলে-- জল! ঢেউ দিচ্ছে বুকের কাছে! আহ! একি অসম্ভব! জল নিজেই কাছে এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে
এরকম হয়! হয় কখনো কখনো এরকম হলেই জলের কবিতা হয়! সে কেন জলের মত ঘুরে ঘুরে একা কথা কয়, --নয় বরং অন্যকিছু হয় আমি তোমার স্বপ্নে পাওয়া আঙুল স্পর্শ করি জলের অধিকারে! -- আর মনে হওয়া মাত্র জল সরে যায় জলের দিকে শূন্যের ভেতর ফের ফিরে আসে অদৃশ্য হাওয়া হাওয়ায় কাঁপতে কাঁপতে পা পুঁতে যাওয়া মরুকাদার মধ্যে দাঁড়িয়ে এই গল্প তোমার অবিশ্বাস্য মনে হলে, পরীক্ষা প্রার্থনীয় এই যে সুগন্ধ মেখে দাঁড়িয়ে রয়েছি, এই যে পলি মৃত্তিকায় ঢাকা দেশ এর সাত হাত নিচে সেই ধু ধু মরুভুমি...

No comments:

Post a Comment