Friday, 22 December 2017

জ‍্যোতির্ময় মুখোপাধ্যায়


লুনাটিক ইন্টারকম


শ‍্যাওলা ও পাখি আসলে একই
বসন্ত উড়ে এলে
            কারো ঘুম ভাঙে
                    কারো শরীরে আড়বাঁশি
পাউডার মেখে মেয়েছেলেগুলো
                     খসে যাওয়া ভাঁজ খুলে
শিশিরের আশেপাশে
                      বা পুঁইশাকে
সোহাগে জড়ালে
               সবাই কৃষ্ণ সাজে
                        বাঁশি বাজে দোফসলি রাতে


1 comment: