Wednesday 20 December 2017

অভিষেক ঘোষ


কবিতা

অভিষেক ঘোষ

থেমে গেলে একদিন
                                                    
আর কিছু জমাইনি কোনদিন।এই মুহূর্ত জমিয়েছি ভেজা পাতার মত।
যেভাবে বইয়ের ভাঁজে থাকতে থাকতে অক্ষর সাদা হয়ে যায় অবিরত
যেভাবে বৃষ্টি আসে কঙ্কালের উপর,মাংস গলে গলে ভিজে যায় মাটি
সেভাবে আমরা পারব বলে,পাহাড়ের রাস্তা ধরে নেমে আসি নীচে সমতল  
এই চোখের জলের কোন দাম নেই,দাম নেই মনের গভীরতার কোন
তুমি হৃদপিণ্ডে নামতে নামতে আজ থেকে গেলে বলে,কিছু কথা শোন  
সে কথাও থাকবে না বেশিদিন,সে কথা কেড়ে নেবে বলে দাঁড়িয়ে
আছে একের পর এক সময়,
তার প্রজাপতি জানলার কাছে এসে বলে, এসব দুঃখের কথা নয়
আমি বলি না তাকে আর কিছু,শুধু চাই এই কুয়াশামুখ কেটে গিয়ে
সূর্য উঠুক,বাড়িতে বাড়িতে জলের ঘরে ফোঁটা ফোঁটা আগুন পড়ুক,
যাতে আমরা কুড়িয়ে নিয়ে সারাজীবন জ্বলে
থাকতে পারি বরফের তলায়...
এই জন্ম মৃত দেহের চেয়েও ঠাণ্ডা হয়ে যাবে একদিন,
যেদিন
আর কোন কথা আসবে না, সুর আসবে না,

পৃথিবীর গলায়।  

1 comment:

  1. বাহ্ অভিষেক। দুর্দান্ত লাগল।

    ReplyDelete