Wednesday 20 December 2017

প্র মি তা ভৌ মি ক

কবিতা


প্র মি তা  ভৌ মি ক




স্বপ্নের ভেতরে

একটা রাস্তা হাঁটতে-হাঁটতে চলে যাচ্ছে দূরে-
কোনও অন্ধকার ছাড়াই
খানিকটা ভয় পাচ্ছি আমি
#
আমার মাথা ভর্তি অক্ষর
আর নীল হয়ে ওঠা আকাশ;
ক্রমাগত নেমে যাচ্ছি সুড়ঙ্গের নীচে-
সমস্ত লেখা মাথার পাশ দিয়ে
উড়ে যাচ্ছে দূরে
#
পারদে জ্বরের রেখা,ধুলো মাখা জিভ
বানানো গল্পের মতো শূন্য থেকে
ঝরে পড়ছে ফোঁটা-ফোঁটা শব্দ-
সেই রাতে স্বপ্ন দেখি আমি
#
আর প্রতিটা স্বপ্ন স্মৃতি হয়ে ওঠে।


No comments:

Post a Comment