Wednesday 20 December 2017

সে লি ম ম ণ্ড ল




দুটি কবিতা







ক্যাম্বিসপ্রেম

ক্যাম্বিস যত তোমার দিকে গড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে আজান পড়ার সময় হয়ে এল যাঁরা মাঠ পেরিয়ে, শূন্যতা পেরিয়ে বাড়ির ভিতর ঢুকে পড়বে তাঁদের সঙ্গে তোমার বন্ধুত্ব হবে তুমি খেলা ভালোবাসো না অথচ লাল বল তোমার টেবিলের পাশে থাকে কে বলতে পারবে, তোমারও শখ ছিল না শচীন হওয়ার? তুমিও কোনোদিন বুকে ক্যাম্বিস নিয়ে ঘুমাওনি, একা একা?

ক্যাম্বিস ছুঁড়ে দেখে নিচ্ছ হাতের জোর একটা সময়  ছিল যখন তোমার হাতে ক্যাম্বিসের পরিবর্তে একটা কমলালেবু ধরে বলা হয়েছিল, "পুরোটা খেয়ে নিবি একটুও নষ্ট করবি না" পুরোটা খাওনি কোয়া কোয়া তুলে রেখে তার ভিতর ঢুকিয়ে দিয়েছিলে প্রেম সেই প্রেম আজও ঘোরে আজও ব্যাটের সামনে তুলে দেয় অব্যক্ত চুম্বন




আকাশ ছুঁয়ে ক্যাম্বিস ফিরে এল মাটিতে প্লেয়ার নেই ক্যাচ মিস দর্শক হাততালি দিচ্ছে কী আশ্চর্য দর্শকের হাত ভিজে তাঁদের হাতে মেঘ ক্যাম্বিস কি বুঝেই ফিরে এল, না; না বুঝে?

খেলা বন্ধ খেলা হলে ক্যাম্বিসেই হবে দাবি তুলেছে প্লেয়াররা বড়ো মাঠ পড়ে কাছেপিঠে কোনো দোকান নেই কেবল একটি শিশু হেঁটে যাচ্ছে তিনটি ক্যাম্বিস নিয়ে কিন্তু সে কিছুতেই দেবে না সে ড্রইং খাতায় বহুবার পৃথিবী আঁকবে বলে ব্যর্থ হয়েছে একটিও সে দেবে না পৃথিবীকে ভাগ দিতে নেই


গুণ

দুঃখকে দুঃখ দিয়ে গুণ করার পর পাখি হয়ে যায়
কথা বলা পাখি

আমার কোনো খাঁচা নেই, দানাশস্য নেই
আছে চঞ্চু ঢুকিয়ে খুঁটে নেওয়া অন্ধকার
এই অন্ধকারে অন্ধ মাস্টারমশাই ভাগ শেখায়
ঠিক যেভাবে তুমি পালকে রোদ্দুর লাগিয়ে শেখাও গুণ

চেয়েছিলাম হতে ব্যাধ, কিন্তু হলাম বধ
হলাম পক্ষীপ্রেমি প্রেমিক



11 comments:

  1. অসাধারণ লাগল সেলিম, বিশেষত ক্যাম্বিস।

    ReplyDelete
  2. খুব সুন্দর কবিতা সব সেলিম। খুবই ভালো লাগল।

    ReplyDelete
  3. খুব ভালো লাগলো

    ReplyDelete
  4. খুব ভালো লাগলো

    ReplyDelete
  5. গুণ অসাধারণ লাগলো।

    ReplyDelete
  6. ক্যাম্বিস দারুণ লাগল ভাই।

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. ধন্যবাদ সকলকে...

    ReplyDelete