Wednesday 20 December 2017

শিবু মণ্ডল


কবিতা

শিবু মণ্ডল

ঘরের প্রয়োজনে চৌকাঠ

১।
ঘরের প্রয়োজনে চৌকাঠ
ঢুকে পড়ে ঘরের ভিতর
পাগল পাগল বৃষ্টি পোষাক
মেখে নেয় আমাকে
হলুদ রঙা ললাট-লিখন
একটু ধেবড়ে যায়
একটু উষ্ণতা ফুটিয়ে তুলবে বলে।
২।
অজুহাত ছিটকে বেরোয়
স্বতঃস্ফূর্ত হাতের মুদ্রায়
প্রসন্ন আবেশে আমিও পালাতে চাই
আসব আবার, যাই যাই বলে...
৩।
পর্দার হিন্দোল বলে দেয়
তুমি আছো অপেক্ষার ওপারে
ছ’ইঞ্চি ফাঁক সে রেখে দেয় সফেদ দৃষ্টিতে
নেশার ইশারা ডেকে আনে সুগন্ধি চা। 




No comments:

Post a Comment