Wednesday, 20 December 2017

রাজর্ষি দে


কবিতাগুচ্ছ

রাজর্ষি দে

আকাশলীনা


রোজ ভোরের ভালো
বিকেল হলেই বাসি হয়
আকাশলীনা,
তোমার হাতের মুঠো খুলে দেখো
চোদ্দ আনা চকমকি গুঁড়ো-
ভুলে যাওয়া আগুনের
ওম লেগে আছে!

আকাশলীনা, তুমি
একবার কারখানার মেশিনগুলোতে
হাত রাখ,
একবার ছুঁয়ে দাও
ঘাতকের ছোরা,
ঘোলাটে নেমপ্লেটগুলো
যদিও সব ঠোঁটে আজ সেফটি-পিন,
আকাশলীনা তুমি চুমু খেয়ে নিও;
বহুপথ চলে এলেও
মানুষ আজও প্রথম আদর ভোলেনি

আজকাল জলের জন্য
লড়াই হয়,
আজকাল খাবারের ধর্ম নিয়ে
লড়াই হয়,
একখণ্ড হিমবাহ নিয়ে
লড়াই হয়,
সন্তানের আদরের ভাগ নিয়ে
লড়াই হয়,
শরীর না ঢাকলে লড়াই হয়,
শরীর বেশী ঢাকলেও!
আকাশলীনা তুমি একবার সর্বসমক্ষে নিরাভরণ হও-

ভালবাসা নিয়ে লড়াই হোক

No comments:

Post a Comment