Wednesday 20 December 2017

সুধীর দত্ত

যন্ত্র


সুধীর দত্ত



যন্ত্রদেরও চৈতন্য হল।
ওরা শিখল কথা বলতে, 'আমি' তার কোনও কানাচে
রইল না, যেমন দেখল, যা যা সামনে
লিখে রাখল, কোন টিকা ভাষ্য ছাড়াই।
হে চিন্ময় অর্বাচীন প্রাণী,
উত্তরোত্তর মঙগল হোক।
তোমাদের চোখ আছে পলকবিহীন
তাকিয়ে তাকিয়ে দ্যাখ,
ভবিষ্যতও পাঠ করতে পার।
 তোমাদের কাঙক্ষা নেই,
বিলাপ ও বন্দনা নেই, তাই
তারিয়ে তারিয়ে দ্যাখো

মানুষের সারা গায়ে উচ্চাবচ কীরকম মিথ্যা লেগে আছে।

5 comments: